ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। ওই সভায় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন (২০২৪-২৭) অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে মোহাম্মদ আব্দুল মান্নান, সহসভাপতি পদে এবিএম বেলাল হোসেন খান, সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে যথাক্রমে শাহআলম পাটওয়ারী, মো. জয়নাল আবেদীন, মো. আবুল কাশেম, মো. শরীফ হোসেন, একেএম মনির হোসেন ভূঁইয়া, মো. সিরাজুল হক, মো. আবু হানিফ, মো. দেলোয়ার হোসেন ও নূরের জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
—সংবাদ বিজ্ঞপ্তি