ঢাকা ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পুরস্কার পেলেন চাঁদপুর প্রেসক্লাবের ৬ সাংবাদিক

পুরস্কার পেলেন চাঁদপুর প্রেসক্লাবের ৬ সাংবাদিক

চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার-২০২৪ পেয়েছেন চাঁদপুরের ছয় সাংবাদিক। প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের নগদ অর্থ, সম্মাননা স্মারক এবং সনদ প্রদান করা হয়।

শনিবার রাতে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, “অন্যায়কারীরা সাংবাদিকদের ভয় পায়, কারণ তারা সত্য প্রকাশ করেন। তবে সত্যিকার সাংবাদিকতা আরও উৎসাহিত করার জন্য এ ধরনের পুরস্কার দেওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিকতা সত্য প্রকাশে কম এবং ‘ভিউজ’ বৃদ্ধিতে বেশি মনোযোগী হয়ে পড়েছে। যদি সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরতেন, তবে ফ্যাসিবাদী প্রবণতা তৈরি হতো না।”

পুরস্কার প্রাপ্তরা হলেন, স্থানীয় পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের জন্য মোহাম্মদ হাবীব উল্যাহ , জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তালহা জুবায়ের ও চ্যানেল টোয়ান্টিফোরের জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকার ধারাবাহিক প্রতিবেদনের জন্য মুহাম্মদ আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এম ফরিদুল ইসলাম।

চাঁদপুর প্রেসক্লাবের (২০২৪ সাল) সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন ও সাংবাদিক এম আর ইসলাম বাবু’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত চাঁদপুরের বিশিষ্ট নারী চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী,চাঁদপুরের বিশিষ্ট চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কুহিনুর বেগম, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, চাঁদপুর প্রেসক্লাবের (২০২৫ সালের) সভাপতি রহিম বাদশা, চাঁদপুর প্রেসক্লাবের (২০২৫ সালের) সাধারণ সম্পাদক আব্দুল কাদের, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, চাঁদপুরের পুরানবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে. মো. শোয়ায়েব, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীসহ রাজনৈতিক ও চাঁদপুর প্রেসক্লাব নেতারা।

পুরষ্কার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত