দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ১৭:০১ | অনলাইন সংস্করণ
অনলাইন সংস্করণ
নীলফামারী, পঞ্চগড়, শ্রীমঙ্গল, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়াও শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে তা কমতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৯%।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯.৩ ডিগ্রী সেলসিয়াস এবং শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেঁতুলিয়ায় ৮.৭ ডিগ্রী সেলসিয়াস।
শনিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং রবিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে।