ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চলতি বছরে হজ করতে পারবেন সোয়া লাখ বাংলাদেশি

চলতি বছরে হজ করতে পারবেন সোয়া লাখ বাংলাদেশি

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, চলতি বছরে (২০২৩ সালে) বাংলাদেশের জন্য সম্ভাব্য হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮।

রোববার (৮ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালে বাংলাদেশি হজযাত্রী ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে বেড়ে হয় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে হজযাত্রীর সংখ্যা কমে দাঁড়ায় ৬০ হাজার ১৪৬ জনে।

তিনি আরও জানান, ২০২৩ সালে সম্ভাব্য হজযাত্রীর কোটা বেড়ে হচ্ছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন, যা ২০০৯ সালের তুলনায় ১৪৮ শতাংশ বেশি। এটি সরকারের সাফল্যের একটি মাইলফলক।

হজ্ব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত