শহরাঞ্চলের মানুষ সুপেয় পানি নিয়ে দুশ্চিন্তায়

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০৯:১৬ | অনলাইন সংস্করণ

  আরিফুল ইসলাম

বাংলাদেশের শহরাঞ্চলের মানুষ সুপেয় পানি নিয়ে দুশ্চিন্তায় পরেছে। শহুরের পরিবারগুলোর অন্তত ২১ শতাংশ  মানুষ পান উপযোগী পানি  নিয়ে দুশ্চিন্তায় থাকেন। তবে এ সংকট নিরসনে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর  বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে এম. আব্দুল লতিফ (চট্টগ্রাম-১১) এমপির প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (স্থানীয় সরকার  বিভাগ) মন্ত্রী মো. তাজুল ইসলাম এসব কথা বলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ তুলে ধরে সংসদ সদস্য আব্দুল লতিফ মন্ত্রীর কাছে জানতে চান- পানি নিয়ে এ দুরবস্থা নিরসনে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না। করলে তা কী ধরনের পদক্ষেপ?

জবাবে মন্ত্রী বলেন, পৌরসভাগুলোতে সুপেয় পানির জন্য দেশের বল পৌরসভায় পয়েন্ট সোর্সের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু আছে। অধিকাংশ পৌরসভায় পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

পৌরসভাসমূহে পানি সরবরাহ কভারেজ প্রায় ৯৯ দশমিক ৬ শতাংশ, যার মধ্যে পয়েন্ট ওয়াটার সাপ্লাই ও পাইপড ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে যথাক্রমে ৬১ দশমিক ৬ শতাংশ ও ৩৮ শতাংশ জনগণ পানি সরবরাহ সুবিধা পাচ্ছে।

তিনি জানান, পর্যায়ক্রমে সব পৌরসভায় পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা চালু করতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

তাজুল ইসলাম আরও বলেন, বর্তমানে প্রায় ১৫৯টি পৌরসভায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা চালু আছে। স্থানীয় সরকার বিভাগের  আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৯৬টি পৌরসভায় বিভিন্ন প্রকল্পের আওতায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রম  বাস্তবায়নাধীন রয়েছে।

পৌর এলাকার কার্যক্রম  নিয়ে  তাজুল ইসলাম বলেন , পৌর এলাকায় ১২টি প্রকল্পের মাধ্যমে মোট ৬৮৮টি উৎপাদক নলকূপ, ৫,৪৭১ দশমিক ৬৫  কিলোমিটার পাইপ লাইন, ৮৭টি পানি শোধনাগার, ৬৬টি উচ্চ জলাধার, ১২,৫৮৯টি গৃহ সংযোগ এবং ১৫,৩৩২টি নলকূপ স্থাপন কাজ বাস্তবায়িত  হচ্ছে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, ১৮টি জেলা শহরে ভূ-পৃষ্ঠস্থ পানি সরবরাহ প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাবিত রয়েছে।প্রকল্পের আওতায় ৩৬টি ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার, ৩৬টি উচ্চ জলাধার, ১৫৩৪ কিলোমিটার পাইপ লাইন এবং এক লাখ ৪৪ হাজার গৃহ সংযোগ  স্থাপনের পরিকল্পনা রয়েছে।