ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আগামী সপ্তাহে বাড়ছে বিদ্যুতের দাম!

আগামী সপ্তাহে বাড়ছে বিদ্যুতের দাম!

আগামী সপ্তাহে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ দেওয়া হতে পারে। এবার দাম বাড়তে পারে ১০ শতাংশের অধিক। বর্তমানে খুচরা বিদ্যুতের গড় মূল্য ৭ টাকা ১৩ পয়সা। ১০ শতাংশের অধিক বৃদ্ধি করা হলে প্রতি কিলোওয়াট প্রায় ১ টাকা বাড়বে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসিকে যত দ্রুত সম্ভব বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। তবে বিইআরসি চাইছে ৩০ জানুয়ারির মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ দিতে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত রোববার বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে গণশুনানি করে বিইআরসি। বিইআরসির কারিগরি কমিটি প্রতি কিলোওয়াট বিদ্যুতের খুচরা মূল্য ১ টাকা ১০ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে। সেই হিসেবে খুচরা বিদ্যুতের মূল্য গড়ে ৭ টাকা ১৩ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ২৩ পয়সা করার সুপারিশ করা হলো। এই হিসেবে দাম বৃদ্ধি করলে গড়ে বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫ দশমিক ৪৩ ভাগ। গণশুনানি শেষে সমাপনী বক্তব্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল বলেন, কমিশনের মেয়াদ রয়েছে ৩০ জানুয়ারি পর্যন্ত। তার মধ্যেই বিদ্যুতের দামের বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় চাচ্ছে আগামী ১৫ জানুয়ারির মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হোক। সে অনুযায়ী নির্দেশনাও দেওয়া হয়েছে বিইআরসিকে। আগামী ৩০ ডিসেম্বর বিইআরসির বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। বিইআরসি চাচ্ছে সেই সময়ের মধ্যে আদেশ দিতে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে মন্ত্রণালয়। এ ছাড়া বিইআরসির কারিগরি কমিটি ১৫ দশমিক ৪৩ ভাগ দাম বাড়ানোর সুপারিশ করলেও দাম বাড়ানো হতে পারে ১০-১২ শতাংশ। দাম বৃদ্ধির বিষয়েও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

বিইআরসি চেয়ারম্যান শুনানিতে বলেন, সবাইকে খুশি করা কঠিন। তবে ভোক্তাও যাতে ক্ষুব্ধ না হয়, আবার কোম্পানিগুলোও যাতে চলতে পারে সেভাবে সিদ্ধান্ত দেওয়া হবে। এখন পর্যন্ত কমিশনের আদেশে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, হয়তো মুনাফা কিছুটা কমেছে। কমিশনের দেওয়া আদেশে এখনও কেউ বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি। এরপর বিদ্যুতের খুচরা দাম বৃদ্ধির আবেদন করে বিতরণ প্রতিষ্ঠানগুলো। সব প্রতিষ্ঠান বলছে, পাইকারি দাম বৃদ্ধির পর খুচরা দাম না বাড়ালে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বে। উল্লেখ্য, সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে সব পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। সে সময় পাইকারিতে দাম ৮ দশমিক ৪ শতাংশ বাড়ানোর পাশাপাশি সাধারণ গ্রাহক বা খুচরা পর্যায়ে ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়।

বিদ্যুৎ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত