হেঁটেই ইজতেমার ময়দানে হাজার হাজার মানুষ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০৯:১৫ | অনলাইন সংস্করণ

  অনলাইন সংস্করণ

ছবি: সংগৃহীত

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই পায়ে হেঁটে ময়দানে যাচ্ছেন হাজার হাজার মানুষ। রোববার (১৫ জানুয়ারি) ভোর থেকেই মিরপুরের কালশি থেকে ইজতেমার ময়দানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেক মানুষ। ফজরের নামাজের পর থেকেই তারা হাঁটা শুরু করেন। ইজতেমাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র যানজট। তাই নির্দিষ্টি সময়ে গন্তব্যে পৌঁছাতে হাঁটা শুরু করেছেন মুসল্লিরা।  

ঢাকা ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা থেকে রওনা দেওয়া  আমিনুল বলেন, ফজর নামাজের পর হালকা কিছু নাস্তা করেই রওনা হয়েছি। আমরা এই এলাকার ৪-৫ জন একসঙ্গে যাচ্ছি।  

জিহাদ নামের একজন বলেন, হেঁটেই ইজতেমা ময়দান পর্যন্ত যাব। আর ফেরার পথে গাড়িতে ফিরব। সেজন্যই ফজর নামাজ আদায় করে বাসায় হালকা নাস্তা করে হাঁটা শুরু করেছি। এখনো রোদ ওঠেনি। তাই হাঁটতে খুব একটা কষ্ট খারাপ লাগছে না।