রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে র‌্যাব

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ১১:১২ | অনলাইন সংস্করণ

জঙ্গি সংগঠন 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র শীর্ষ নেতাকে গ্রেফতারে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। 

এর আগে রোববার (২২ জানুয়ারি) রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান শুরু করে র‍্যাব। রোববার (২২ জানুয়ারি) রাত থেকে শুরু হওয়া এ অভিযান সোমবার (২৩ জানুয়ারি) সকালেও চলে।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি হয়েছে।