ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

১৫০ আসনে ভোট হচ্ছে না ইভিএমে

১৫০ আসনে ভোট হচ্ছে না ইভিএমে

আগামী নির্বাচনে ১৫০ আসনে ভোটগ্রহণ হচ্ছে না ইভিএমে। আর্থিক সংকটে আপাতত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম বলেন, আগামী নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এ জন্য নতুন ইভিএম কেনার প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হলে বৈশ্বিক আর্থিক সংকটের কারণে সরকার এই প্রস্তাবে সায় দেয়নি। তাই ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। তিনি বলেন, কমিশনের হাতে যে ইভিএম রয়েছে তা দিয়ে যত আসনে ভোটগ্রহণ করা যায় তত আসনেই ইভিএমে ভোট হবে। তবে ঠিক কত আসনে ইভিএমে ভোট করা যাবে, তা জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ১৫০ আসনে ইভিএমে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল ইসি। কিন্তু সে প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে দিলেও পাঁচ মাসে কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) একনেকের সভার আলোচ্যসূচিতেও ছিল না ইভিএম প্রকল্পের বিষয়টি।

ভোটগ্রহণ,ইভিএম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত