মার্চেই আসছে আদানির বিদ্যুৎ: নসরুল হামিদ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৭ | অনলাইন সংস্করণ

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহেই আদানি গ্রুপের বিদ্যুৎ দেশে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আদানি কোম্পানিকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে বিদ্যুৎ আমদানিতে এর প্রভাব পড়বে না বলেও জানান প্রতিমন্ত্রী।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, মার্চেই গ্রিডে যুক্ত হবে ভারতের আদানির বিদ্যুৎ। দাম নিয়ে কোনো সমস্যা নেই। এ বিদ্যুতের দাম পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চাইতে বেশি হবে না। এছাড়া আদানির দ্বিতীয় ইউনিট থেকে বাংলাদেশ বিদ্যুৎ পাবে এপ্রিলে।