ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বান্দরবানে জঙ্গিদের সঙ্গে চলছে র‍্যাবের গোলাগুলি 

বান্দরবানে জঙ্গিদের সঙ্গে চলছে র‍্যাবের গোলাগুলি 

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় জঙ্গি ও পাহাড়ি সশস্ত্র সংগঠনের সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোলাগুলি চলছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে উপজেলার সঙ্গে বড়মদকের সংযোগ সড়কের ২৭ কিলোমিটার দূরে রুমা থানচি সীমান্তের রেমাক্রী প্রাংসা এলাকায় এই গোলাগুলি হয়।

স্থানীয় সূত্র জানায়, থান‌চির রেমাক্রি এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন কেএনএফ ও জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যরা। এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের গুলিবিনিময় শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সকা‌লে অ‌ভিযা‌নের সময় হঠাৎ ক‌রে কু‌কি‌-চিন ও জ‌ঙ্গি বা‌হিনী গু‌লি চালা‌লে র‌্যাবও পাল্টা গু‌লি চালায়। এখ‌নো গু‌লিবি‌নিময় চল‌ছে। বিস্তা‌রিত প‌রে জানা‌নো হবে।

জঙ্গি,র‌্যাব,গোলাগুলি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত