রমজানে ভর্তুকি মূল্যে দুই ধাপে পণ্যসামগ্রী বিক্রি করবে টিসিবি

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৫ | অনলাইন সংস্করণ

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আসন্ন রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে দুই ধাপে পণ্যসামগ্রী বিক্রি করবে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম চলবে। এই সময়ে পণ্য হিসেবে তেল, ছোলা, ডাল, চিনি ও খেজুর দেওয়া হবে। তবে খেজুর শুধু ঢাকায় দেওয়া হবে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) টিসিবির পরিচালক (বাণিজ্যিক/সিএমএস ও বিওবি) এস এম শাহীন পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবির এই কর্মকর্তা জানান, আমরা অন্য সময়ের মতো ফেব্রুয়ারির শেষদিন থেকে মার্চ পর্যন্ত সারাদেশে এক কোটি পরিবারকে স্বল্পমূল্যে এসব পণ্য দিতে চাই।

এস এম শাহীন পারভেজ জানান, ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় শুরু হবে বিক্রি কার্যক্রম। যা শেষ হতে রমজান চলে আসবে। জনগণ ওই পণ্য দিয়ে রমজান শুরু করতে পারবে। পরে মার্চ মাসেরটা ১০ থেকে ১২ রমজানের দিকে শুরু করতে চাই। যা রমজানের বাকি সময় ধরে বিক্রি করা হবে।