আন্তর্জাতিক নারী দিবস 

"আমাদের চতুর্দিকে পরিব্যাপ্ত রয়েছেন নারীরা" শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন শুরু করেছে জাতিসংঘ বাংলাদেশ 

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩, ১৭:৩৪ | অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও বাংলাদেশের সকল নারীর প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে জাতিসংঘ বাংলাদেশ "আমাদের চতুর্দিকে পরিব্যাপ্ত রয়েছেন নারীরা" শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্যাম্পেইন শুরু করেছে। 

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, জাতিসংঘ সংস্থাসমূহের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, একজন গাড়ি চালক, কিছু সংখ্যক প্রোগ্রাম অফিসার এবং বাংলাদেশে জাতিসংঘ সংস্থাগুলোতে কর্মরত রয়েছেন এমন আরো অনেক নারীসহ বিভিন্ন জাতিসংঘ সংস্থার এক ডজনের অধিক নারীকে নিয়ে এই ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করা হয়েছে। 

এক সপ্তাহেরও বেশি সময় ধরে জাতিসংঘ বাংলাদেশ এর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে সংস্থায় কর্মরত নারী সহকর্মীদের পক্ষ থেকে জেন্ডার সমতা এবং সকল নারী ও বালিকার ক্ষমতায়নের গুরুত্ব বিষয়ক বিভিন্ন উক্তি তুলে ধরেছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আই এফ এ ডি), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম), জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউ এন এইচ সি আর), প্রকল্প সেবা বিষয়ক জাতিসংঘ কার্যালয় (ইউএনওপিএস), জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), ইউএন উইমেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ এইচ ও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউ এফ পি) সহ বিভিন্ন জাতিসংঘ সংস্থার এক ডজনের অধিক নারী সহকর্মী এই প্রচারাভিযানে অংশগ্রহণ করেন। 

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন- জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, বাংলাদেশে ইউএনএফপিএ এবং ইউএন উইমেন এর প্রতিনিধিবৃন্দ ক্রিস্টিন ব্লখাস ও গীতাঞ্জলি সিং, ডব্লিউএফপি এর গাড়ি চালক শাহিনুর আক্তার, বিভিন্ন প্রোগ্রাম ও প্রকল্প কর্মকর্তা এবং বিভিন্ন পেশার আরো অনেক নারী, যারা বাংলাদেশে জাতিসংঘ সংস্থাসমূহে কাজ করছেন।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, "আজ আমরা সকল নারী বৈচিত্র্যগুলোসহ উদযাপন করি। আমাদের চারপাশে থাকা সকল নারীই আমাদের অনুপ্রাণিত ও ক্ষমতায়ন করে।"

বাংলাদেশে ইউএন উইমেন এর প্রতিনিধি গীতাঞ্জলি সিং বলেন, "আমাদের প্রযুক্তি ও উদ্ভাবনে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বকে আরও এগিয়ে নিতে হবে এবং অফলাইন ও অনলাইন উভয় স্হানেই নারী ও মেয়েদের অধিকার রক্ষা করতে হবে।"

এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো- "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন", যা ৬ থেকে ১৭ মার্চ ২০২৩ এ অনুষ্ঠিতব্য নারীর মর্যাদা বিষয়ক কমিশনের আসন্ন ৬৭তম সেশনের অগ্রাধিকারপ্রাপ্ত মর্মকথা "সকল নারী ও বালিকার জন্য জেন্ডার সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে উদ্ভাবন ও প্রযুক্তিগত পরিবর্তন এবং ডিজিটাল যুগের উপযোগী শিক্ষা" এর সাথে সঙ্গতিপূর্ণ।