গুলিস্তানে বিস্ফোরণ

বিধ্বস্ত ভবন থেকে আরও একজনের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ১৩:০৫ | অনলাইন সংস্করণ

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় বিধ্বস্ত ভবন থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ২২ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান।

তিনি বলেন, মেহেদী হাসান স্বপন নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কোনো মরদেহ নেই।

এর আগে সকালে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

এদিকে, বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

তিনি বলেন, সিদ্দিক বাজারে আহতদের সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। আহত ব্যক্তিদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের এখানে ১৫ জন চিকিৎসাধীন। এছাড়া শেখ হাসিনা বার্নে ৯ জন ভর্তি আছেন।