আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ১১:২১ | অনলাইন সংস্করণ

যাত্রীদের চাহিদা বিবেচনা করে আজ বুধবার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। আজ সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক গত ৩০ মার্চ এ তথ্য জানান।

ডিএমটিসিএলের এমডি বলেন, ক্রমান্বয়ে সময় বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হবে। সেদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলবে। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের নয়টি স্টেশনই চালু আছে।

প্রসঙ্গত, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। ২০১২ সালে সরকার এ প্রকল্প হাতে নেয়। এমআরটি লাইন-৬ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

২০২২ সালের ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে।

এ ছাড়া মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।