ডা. জাফরুল্লাহকে শ্রদ্ধা জানাতে গণস্বাস্থ্য কেন্দ্রে মানুষের ঢল

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ১৩:২১ | অনলাইন সংস্করণ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা জানাতে ও একনজর দেখতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে ফুল হাতে তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এদিন জুমার নামাজের পর ওই মাঠে ডা. জাফরুল্লাহর জানাজা সম্পন্ন হবে। পরে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহর মরদেহ আনা হয়। সেখান থেকে পিএইচএ মাঠে নিয়ে আসা হয়।