চাঁদ দেখা কমিটির বৈঠক চলছে

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ১৯:১১ | অনলাইন সংস্করণ

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক চলছে। শুক্রবার বাদ মাগরিব ফরিদুল হক খানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হয়। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বৈঠকের কোনো সিদ্ধান্ত জানা যায়নি। কাল ঈদ হবে কি না, জানা যাবে বৈঠকের পর।

শুক্রবার (২১ এপ্রিল) বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক বসেছে।

আজ শুক্রবার চাঁদ দেখা গেলে বাংলাদেশে শনিবার (২২ এপ্রিল) ঈদ হবে। শাওয়াল মাসের গণনা শুরু হবে।

আর শুক্রবার চাঁদ দেখা না গেলে রোববার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে।

এর আগে ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।