সুদান থেকে আরও ১৭৬ বাংলাদেশি জেদ্দায় পৌঁছেছেন 

প্রকাশ : ১১ মে ২০২৩, ১১:২১ | অনলাইন সংস্করণ

সুদান থেকে নাগরিক সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছেন আরও ১৭৬ জন বাংলাদেশি। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিমানবন্দরে তাদের স্বাগত জানান। জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও এসময় উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় বুধবার (১০ মে) বিকেলে সুদানের বদর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা জেদ্দা বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া বুধবার রাতে আরও দুটি ফ্লাইটে ৩০২ জন এবং বৃহস্পতিবার রাতে আরও ৭৪ জন যাত্রী জেদ্দা পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, গত ৮ মে সুদান থেকে জেদ্দা হয়ে ১৩৬ জন যাত্রী বাংলাদেশে পৌঁছে। সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি বসবাস করেন। এর মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সুদানে সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এতে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছেন।