ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিদেশি রাষ্ট্রদূতদের বাড়তি প্রটোকল সুবিধা প্রত্যাহার

বিদেশি রাষ্ট্রদূতদের বাড়তি প্রটোকল সুবিধা প্রত্যাহার

ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতদের বাড়তি প্রটোকল সুবিধা বাতিল করেছে সরকার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও আরব দেশগুলোর মিশনপ্রধানরা এত দিন অতিরিক্ত প্রটোকল সুবিধা পাচ্ছিলেন। রবিবার (১৪ মে) সরকারি এক সিদ্ধান্তে এই বাড়তি সুবিধা বাতিল করা হয়। তবে এতে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না বলে সরকার মনে করছে।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, ‘সরকারি খরচে বিদেশি কোনো রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে না। কারণ আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে। তাছাড়া কোনো দেশেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় না। তবে বিদেশি কূটনীতিকরা তাদের খরচে এসকর্ট হায়ার (প্রহরী ভাড়া) করতে পারেন। সেক্ষেত্রে টাকা দিয়ে আনসার ব্যাটালিয়নের এসকর্ট নিতে পারেন।’

কূটনীতিকদের নিরাপত্তা সম্পর্কে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন বলেন, ‘কূটনীতিকদের বাসাবাড়ি, অফিস, মুভমেন্ট, সব সময় আমরা নিরাপত্তা দিয়ে আসছি। তাদের নিরাপত্তার কোনো রকম ঘাটতি হোক সেটা আমরা চাই না। তারা যখন মুভমেন্ট করেন তখন সামনে-পেছনে প্রটেকশন গাড়ি থাকত। এর বাইরেও অতিরিক্ত আরেকটি গাড়ি থাকত। এ ছাড়া দুজন ফোর্স থাকত। আমাদের অন্যান্য ডিভিশনের ফোর্স ক্রাইসিসের কারণে আপাতত কিছুটা সমন্বয় করা হয়েছে। মূল যে নিরাপত্তা পরিকল্পনা, সেটার কোনো ঘাটতি নেই। সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ফোর্সের স্বল্পতার কারণে আপাতত এ সিদ্ধান্ত।’

রবিবার সরকারের উচ্চ পর্যায় থেকে বাড়তি প্রটোকল সুবিধা বাতিলসংক্রান্ত সিদ্ধান্তের কথা ডিএমপিকে জানানো হয় বলে জানান ডিএমপির নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ডিএমপি সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছে বলেও তিনি জানান।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সরকারের সিদ্ধান্ত বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। সোমবার সন্ধ্যায় দূতাবাসটির কাউন্সিলর (পাবলিক ডিপ্লোম্যাসি) শন ম্যাকিন্টোস সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় বলেন, ‘ভিয়েনা কনভেনশন অনুসারে আয়োজক দেশকে অবশ্যই সমস্ত কূটনৈতিক মিশন ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে তার বাধ্যবাধকতা বজায় রাখতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও অন্যান্য সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিদেশি রাষ্ট্রদূত,বাড়তি প্রটোকল,বাতিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত