ঢাকা ১৭ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৪:২৬ | অনলাইন সংস্করণ

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা ১৭ আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত এ আসনে ভোট হবে।

বৃহস্পতিবার (১ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। আর ১৭ জুলাই ভোটগ্রহণ। এ নির্বাচনে ব্যালটে হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি গত ১৯ মে শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ-সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) গত ১৫ মে মৃত্যুবরণ করেন। ফলে একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসন ওই তারিখে শূন্য হয়েছে।