ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আমাদের স্বচ্ছতার কোনো অভাব নেই, প্রিজাইডিং কর্মকর্তাকে ইসি

আমাদের স্বচ্ছতার কোনো অভাব নেই, প্রিজাইডিং কর্মকর্তাকে ইসি

সেন্ট জোসেফ স্কুল কেন্দ্রে খুলনা সিটি করপোরেশন নির্বাচন চলাকালে সাংবাদিক প্রবেশে বাধা দেওয়া হচ্ছে- এমন অভিযোগ পেয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেছেন নির্বাচন কমিশনার আহসান হাবীব। এ সময় তিনি ওই প্রিজাইডিং কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘আমাদের হেয় করবেন না। আমাদের আন্তরিকতার বা স্বচ্ছতার কোনো অভাব নেই।’

সোমবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে আগারগাঁও নির্বাচন ভবন থেকে মোবাইল ফোনে তিনি কথা বলেন।

নির্বাচন কমিশনার ওই প্রিজাইডিং কর্মকর্তাকে মোবাইল ফোনে বলেন, ‘সাংবাদিকরা কেন্দ্রে ঢোকার পরে আপনাকে অবহিত করে- পারমিশন (অনুমতি) না। অবগত করবে আমরা এসেছি। এরপর এই সাংবাদিকরা দুইজন করে একটি ভোট কক্ষে ঢুকতে পারবে। ভোটকক্ষে গিয়ে ভিডিও ফুটেজ নিতে পারবে, দেখতে পারবে এবং বাইরে এসে লাইভ করতে পারবে।’

এ সময় তিনি প্রিজাইডিং কর্মকর্তাকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্দেশনা দেন।

এর আগে সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত সিসি ক্যামেরা মনিটরিং সেলে বসে ভোট পর্যবেক্ষণের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহসান হাবিব বলেন, সিইসিসহ আমরা প্রত্যেকটা সিসি ক্যামেরা মনিটরিং করছি। সকাল থেকে এতো বেশি উৎসবমুখর পরিবেশে ভোটার উপস্থিতি, যে কল্পনার বাইরে। আমাদের শান্তি এটা যে, নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা ভোটারদের আশ্বস্ত করেছে এবং তাদের ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করেছে।

নির্বাচন কমিশনার বলেন, আমরা মাঠ পর্যায় থেকে রিপোর্ট পাচ্ছি আমাদের নিজস্ব পর্যবেক্ষক টিমের কাছ থেকে। বরিশালে আমাদের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গেছেন এবং খুলনায় গেছেন যুগ্ম সচিব মনিরুজ্জামান। তাদের সঙ্গে ১০ জন করে কর্মকর্তারা আছেন। তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেলাম খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচন হচ্ছে।

আহসান হাবিব বলেন, কোনো প্রকার অসহযোগিতা কারও কাছ থেকে পাইনি। যারা ভোটার, তারা নির্বিঘ্নে কেন্দ্রে এসেছে। যারা প্রার্থী তারা সহযোগিতা করছে, কোনো প্রকার উচ্ছৃঙ্খল পরিস্থিতি হয় নাই। আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। সবাই মিলে এই পর্যন্ত নির্বাচন পরিচালনা করছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন।

আন্তরিকতা,স্বচ্ছতা,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত