ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজ‌নৈ‌তিক দলগু‌লোর ম‌ধ্যে সংলাপ চায় যুক্তরাষ্ট্র : উজরা জেয়া

রাজ‌নৈ‌তিক দলগু‌লোর ম‌ধ্যে সংলাপ চায় যুক্তরাষ্ট্র : উজরা জেয়া

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া জা‌নি‌য়ে‌ছেন, দ্বাদশ সংসদ নির্বাচনের সময় সরকারব্যবস্থা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দলের মধ্যে সংলাপ চায় যুক্তরাষ্ট্র। তবে দেশটি সংলাপের পক্ষে থাকলেও এ নিয়ে প্রত্যক্ষ কো‌নো হস্ত‌ক্ষেপ কর‌বে না।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন উজরা জেয়া।

তিনি বলেন, আমরা সংলাপের পক্ষে। তবে এতে আমাদের সরাসরি সম্পৃক্ততা নেই।

এক প্রশ্নের জবাবে উজরা জেয়া জানান, জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে রাজ‌নৈ‌তিক দলগু‌লোর ম‌ধ্যে সংলাপে তাদের মত থাকলেও বিষয়টি নি‌য়ে প্রত্যক্ষ কো‌নো হস্ত‌ক্ষেপ কর‌বে না দেশটি।

এ সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিদের থেকে সহিংসতামুক্ত নির্বাচনের আশ্বাস পেয়েছেন বলে জানান তিনি।

নির্বাচনের সময়সূচি নিয়ে উজরা জেয়া বলেন, নির্বাচনের জন্য বাংলাদেশেই সময়সূচি ঠিক করবে। তবে আগামীর জন্য যেন অন্তর্ভূক্তিমূলক গণতান্ত্রিক হয় যুক্তরাষ্ট্র সেটাই চায়।

দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে উজরা জেয়ার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বাংলাদেশের পক্ষে ছিলেন আইন, শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা করেন উজরা জেয়া।

চার দিনের সফরে গত মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় নয়াদিল্লি হয়ে ঢাকায় আসেন মার্কিন প্রতিনিধি দলটি। উজরা জেয়ার নেতৃত্বে আসা দলটিকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

উজরার নেতৃত্বাধীন মার্কিন দলটি সফর শুরুর কর্মসূচিতে বুধবার (১৩ জুলাই) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায়। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন তারা। বৃহস্পতিবার সকালে প্রথমে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উজরা-লু’রা। পরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলটি।

উজরা,আওয়ামী লীগ,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত