কারিগরি ত্রুটি, এক লাইনে মেট্রোরেল চলাচল বন্ধ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১২:৪০ | অনলাইন সংস্করণ

কারিগরি ত্রুটির কারণে একটি লাইনে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে উত্তরা-আগারগাঁও লাইনে প্রায় ১ ঘণ্টা পর আসছে একটি ট্রেন।

এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টায় কাজীপাড়া স্টেশনে একটি কোচে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। পরে কোচটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এ সময় একটি লাইনে চলে ট্রেন। ফলে স্বাভাবিক চলাচল বন্ধ থাকে। এক লাইনেই আসা যাওয়া করে মেট্রোরেল।

এর আগে, গত ৯ আগস্ট সকাল সাড়ে ৯টার পর থেকে কারিগরি সমস্যার কারণে মেট্রোর চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রায় সোয়া দুই ঘণ্টা পর আবারও স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল।

এর আগে, ৭ আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকে মেট্রোরেল। বৈদ্যুতিক তারের কারণে এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।