ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা আ. লীগের উদ্যোগে দোয়া ও শোকসভা

লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা আ. লীগের উদ্যোগে দোয়া ও শোকসভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১আগস্ট) রাতে রাজধানীর মতিঝিলে সেন্ট্রাল ইন হোটেলে ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই শোক সভার আয়োজন করেন।

ঢাকাস্থ লাকসাম মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মাসুদ আলমের সভাপতিত্বে দোয়া ও শোকসভা অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য দেলোয়ার হোসেন ফারুক। তিনি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেল ও গর্ভবতী পুত্রবধুকেও ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে আমরা এ ধরনের নিষ্ঠুর রাজনৈতিক হত্যাকাণ্ড আর দেখি নাই। যারা ১৯৭১ সালে পরাজিত হয়েছিল তারাই এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল। বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েও বঙ্গবন্ধু আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।

অনুষ্ঠানে কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মো. আবদুল মান্নান বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দলমত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার অআধারণ ক্ষমতার কথা তুলে ধরেন তিনি বলেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।

শোক সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা লায়ন নুরুন্নবী কামাল, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাহবুব আলম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মিজানুর রহমান, সাবেক ইউনিয়ন ও কুমিল্লা (দ.) জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার, ছাত্রলীগের সাবেক নেতা ইন্জিনিয়ার জাকির হোসেন সাগর, মোরশেদ আলম, বিল্লাল হোসেন মিলন, রফিকুল ইসলাম শান্ত, জসিম উদ্দীন, গোলাম হোসেন গোলাপ, সাহাব উদ্দিন শাহীন, বাকী বিল্লাহ, সাংবাদিক রফিক রায়হান, মাহফুজুল হক ভূঁইয়া সোহাগ, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সোহাগ প্রমুখ।

লাকসাম,শোক,দোয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত