২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৯৪৪

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৭ | অনলাইন সংস্করণ

সারা দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৪১ জনের মৃত্যু হলো। চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৭২ জন। আজ নতুন করে হাসপাতালে ভর্তি হলেন ২ হাজার ৯৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সাত জন ঢাকাতে এবং ঢাকার বাইরে চার জন মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ৭৪১ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ঢাকাতে ৫২৮ জন এবং ঢাকার বাইরে ২১৩ জন মারা যান।

এর আগে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২৮১ জন। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মারা গিয়েছিল ১৭৯ জন, ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ১০৫ জন।