ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

তেহারি খেয়ে ফেরার পথে ট্রাকচাপায় তরুণের মৃত্যু

তেহারি খেয়ে ফেরার পথে ট্রাকচাপায় তরুণের মৃত্যু

পুরান ঢাকার নাজিরা বাজার থেকে তেহারি খেয়ে ফেরার পথে গুলিস্তানে ট্রাকচাপায় রাসেল (১৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় প্রাণ হারানো ১৭ বছর বয়সী মোহাম্মদ রাসেলের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। সে রাজধানীর মিরপুর এলাকায় একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকত।

ইমন নামে তাদের এক বন্ধু জানায়, আমরা কয়েক বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে মিরপুর থেকে পুরান ঢাকার নাজিরা বাজারে তেহারি খেতে যাই। খাওয়া শেষে বাসায় ফেরার পথে গুলিস্তান জিরো পয়েন্টে একটি ট্রাক রাসেলের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন রাসেল ওই মোটরসাইকেলটি চালাচ্ছিল এবং বাকি দুইজন পেছনে ছিল।

পরে তাদের তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত বলে জানান। আহত দুইজন জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তেহারি,ট্রাকচাপা,তরুণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত