ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতায় ডিএসসিসির ৪ কর্মকর্তাকে নোটিশ

জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতায় ডিএসসিসির ৪ কর্মকর্তাকে নোটিশ

টানা ৪ ঘণ্টার বৃষ্টিতে নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতার জন্য ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া কর্মকর্তারা হলেন, সিটি কর্পোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ সোহেল।

ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, বৃষ্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেও নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা নিরসন করতে না পারার ঘটনায় নিজ দায়িত্ব পালনে ব্যর্থতা ও তদারকিতে গাফিলতির দায়ে ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর তুমুল বৃষ্টি শুরু হয়। টানা ছয় ঘণ্টার ভারী বর্ষণে ডুবে যায় নগরীর অনেক সড়ক এবং এলাকার বেশিরভাগ ফুটপাতও ছিল পানির নিচে। ফলে অচল হয়ে পড়ে গোটা রাজধানী।

জলাবদ্ধতা,ডিএসসিসি,নোটিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত