ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গুতে নতুন করে ১৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে নতুন করে ১৯ জনের মৃত্যু

ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও তিন হাজার ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।এতে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৮ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ১৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩ হাজার ৬২২ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৬ হাজার ৫২৫ জন ডেঙ্গু রোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ৯০ হাজার ৭৫৮ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ‍সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৭৯ হাজার ৬৮৩ জন ।

ডেঙ্গু,মৃত্যু,নতুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত