ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে এলজিইডি’র প্রকৌশলির বিরুদ্ধে মানববন্ধন

বরিশালে এলজিইডি’র প্রকৌশলির বিরুদ্ধে মানববন্ধন

বরিশালে তত্ত্বাবধায়ক প্রকৌশলির দপ্তরের নির্বাহী প্রকৌশলি শেখ মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ করে তাকে অপসারনের দাবী জানিয়ে মানববন্ধন করেছে ঠিকাদাররা।

সকালে নগরীর বান্দ রোড এলজিডির কার্যালয়ের সামনে এই মানববন্ধনে বক্তরা বলেন, প্রতিটি বিদ্যালয় নির্মানের জন্য বেইজ ঢালাই থেকে ছাদ ঢালাই পর্যন্ত এবং সর্বশেষ ফাইনাল বিলের প্রত্যয়নের জন্য সর্বনিম্ম সোয়া লাখ থেকে দুই লাখ টাকা তাকে দিতে হয়। নতুবা সাইট পরিদর্শনের নামে বিভিন্ন রকম ত্রুটি বের করে মোটা অংকের টাকা দাবী করেন। প্রকল্প বাস্তবায়নের লক্ষে অনেক সময় ফাইনাল বিলে ২০পার্সেন্ট টাকা কম রাখলে উপজেলা ইঞ্জিনিয়ারকে জবাবদিহি করান। তার কারনে বিদ্যালয়গুলো হস্তান্তর করতে দেরি হয় বলে জানান বক্তারা।

নাসির চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রথম শ্রেনীর ঠিকাদার ঠিকাদার মো. শাহীন,হাসানাইন, মজিবর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা। অভিযোগের অনুলিপি প্রধান মন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার মন্ত্রনালয় ও এলজিইডি প্রধান প্রকৌশলি, দুদক ও জেলা প্রশাসক বরাবর প্রেরন করে অভিযোগকারিরা।

বরিশাল,এলজিইডি,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত