ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সুখি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষার কোন বিকল্প নেই : এমপি মুন্না

সুখি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষার কোন বিকল্প নেই : এমপি মুন্না

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আধুনিক বিশ্বায়নের যুগে চাই সুশিক্ষা। জঙ্গি, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গোড়ে তুলতে হবে এবং উন্নত, সুখি-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষার কোন বিকল্প নেই।

সোমবার সকালে শহরের বাজার স্টেশন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা মুক্ত মঞ্চে আয়োজিত সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠনের পর শিক্ষা খাতকে গুরুত্ব আরোপ করেছে। তাঁর নির্দেশনা বাস্তবায়নে শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নের লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে বছরের শুরুতেই একযোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনা মুল্যে বই বিতরন করা হয়। সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে ৩৩ লাখ বই বিতরন করণ ও মোবাইলের মাধ্যমে উপবৃত্তির টাকা পৌছে দেয়া হচ্ছে। এছাড়াও দেশের প্রতিটি ছাত্র/ছাত্রীদের সুশিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মোপযোগী করে গোড়ে তুলতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, আই,এস,টি, ও নার্সিং প্রশিক্ষন কেন্দ্র চালু করণ, চিকিৎসার মানোন্নয়নে ক্ষেত্রে উন্নত হাসপাতাল নির্মানসহ সারাদেশে শতভাগ বিদুৎ প্রদান করা হয়েছে।

ওই কলেজের অধ্যক্ষ এস,এম, মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ্, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন, পূবালী ব্যাংক ম্যানেজার আহসানুল কবির, ওসি (তদন্ত) হাসিবুর রহমান হাসিব প্রমূখ। এ সংবর্ধনা শেষে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

সমৃদ্ধ,বাংলাদেশ,বিকল্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত