ফেনীতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে দুই ভাইয়ের করুন মৃত্যু 

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১১:১৩ | অনলাইন সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনীতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে ফেনী শহরের বিরিঞ্চি এলাকার এ দূর্ঘটনা ঘটেছে।

নিহত শিশুদের নাম  মাইদুল ইসলাম শাহাদাত (১৩) ও রাহাদুল ইসলাম গোলাপ (০৬)। তারা ওই এলাকার পচিঁ ফকির বাড়ির মুহাম্মদ রনির ছেলে।

নিহত শাহাদাত সপ্তম আর গোলাপ দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলো। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।

নিহতের স্বজনদের দাবি, ঘুমের ঘরে প্রতিপক্ষের লোকজন ঘরে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে তাদের হত্যা করেছে। 

স্থানীয়া জানায়, রাত ২ টার দিকে হঠাৎ রনির ঘর থেকে শোরচিৎকার শোনা যায়, তাৎক্ষণিক তারা বের হয়ে দেখেন ওই ঘরে দাউদাউ করে আগুন জলছে। প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক দগ্ধ অবস্থায় উদ্ধার করে রনির ছেলে শাহাদাত ও গোলাপকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করে গোলাপকে শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণের নির্দেশ দেন। পরে ঢাকায় যাওয়ার পথে গোলাপের মৃত্যু হয়। 

প্রতিবেশিরা জানায়, অগ্নিকান্ডের সময় রনির ঘরের দরজার বাহিরে ছিটকানী রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিলো। যার কারণে আগুন দেখেও তারা বের হতে পারেনি। 

নিহতের পিতা মোহাম্মদ রনি বলেন, কিছুদিন আগে একটি লাশ দাফন নিয়ে প্রতিবেশি জনি ও আনোয়ারের সাথে বাকবিতন্ডা হয়৷ ওই ঘটনার পর থেকে তারা নানা ভাবে আমাদের হুমকি ধামকি দিয়ে আসছিল। তারাই আমাদের ঘরে আগুন দিয়েছে। তারাই আমার দুই ছেলেকে হত্যা করেছে। আমি বিচার চাই।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, অগ্নিকান্ডের ঘটনায় নিহত দুই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এটি দূর্ঘটনা নাকি পরিকল্পিত তা তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা হবে।