ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় আর চীন বাংলাদেশের পাশে থাকে : চীনা রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় আর চীন বাংলাদেশের পাশে থাকে : চীনা রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেয় আর চীন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বাংলাদেশের পাশে থাকে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চীনের উপহার সামগ্রী ডেঙ্গু পরীক্ষার কীট হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসময় আরও বলেন, চীনের সাথে বাংলাদেশের সর্ম্পক বন্ধুত্বপূর্ণ। তাই বাংলাদেশকে সব ধরণের সহযোগিতা অব্যাহত রেখেছে চীন।

চীন অনেক বিনিয়োগ করছে এবং বাংলাদেশর উন্নয়নের কাজ করতে চায় বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।

এসময় ডেঙ্গু পরীক্ষার কীট প্রদান করায় চীন সরকারকে ধন্যবাদ জানান হাসপাতালের চেয়ারম্যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও চীনা দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র,নিষেধাজ্ঞা,চীন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত