ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ জরিমানা করেন ওই অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ওই অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সততা মেডিকেল হলকে ৩ হাজার, অমি স্টোরকে মেয়াদোত্তীর্ণ সাবান, মশলা ও কেক বিক্রির দায়ে ২ হাজার, মূল্য তালিকা প্রদর্শন না করায় তামান্না ফল ভন্ডারকে ২ হাজার ও স্যালাইন থাকার পরেও মিথ্যা ঘোষণা দিয়ে বিক্রি না করা ও ফিজিশিয়ান স্যাম্পলে নিজে মূল্য লিখে বিক্রির দায়ে তামান্না ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরকারি নির্দেশনায় তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,মেয়াদোত্তীর্ণ,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত