ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোণায় বিএনপির অনশন কর্মসূচী পালিত

নেত্রকোণায় বিএনপির অনশন কর্মসূচী পালিত

বাংলাদেশ জাতিয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে নেত্রকোণায় অনশন কর্মসূচী পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি’র উদ্যোগে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের মদন-কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকায় শনিবার (১৪অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচী পালন করা হয়। এ সময় দলটির অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীদেরকেও উপস্থিত থাকতে দেখা যায়।

সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে রাজধানীর একটি হাসপাতালে দেশনেত্রী বেগম জিয়া চিকিৎসাধীন। গত তিন সপ্তাহে সাবেক এই প্রধানমন্ত্রীকে চারবার সিসিইউতে নেওয়া হয়। তাঁর বর্তমান অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি মৃত্যুঝুঁকিতে আছেন। দেশে তাঁর চিকিৎসার সুযোগ নেই। বিদেশে পাঠানো হলে তাঁর জীবন রক্ষা হতে পারে। তাই সরকারকে আমরা আহ্বান জানাই, দ্রুত তাঁকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। না হলে বিএনপি কঠোর আন্দোলনে যাবে।’

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা: আনোয়ারুল হক বলেন, ‘বেগম জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিক প্রভৃতি রোগে ভুগছেন। এ রকম পরিস্থিতির মধ্যে পরিবারের পক্ষ থেকে তাঁকে বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে গত ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। এই আবেদন প্রতিহিংসার বশে নাকচ করে দেয় সরকার। গণমানুষের দাবি এখন একটাই, বেগম জিয়াকে দ্রুত বিদেশে সুচিকিৎসার জন্য পাঠানো হোক।’

কর্মসূচী চলাকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা: মো. আনোয়ারুল হকের সভাপতিত্ব ও সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক অনীক মাহমুদ চৌধুরী, শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা ইসলাম প্রমুখ।

নেত্রকোণা,বিএনপি,অনশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত