সবধরণের ব্যবস্থা পুলিশ প্রশাসনের

সিরাজগঞ্জে ৫৪৩টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ২০:৩১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

আসন্ন শারদীয় দূর্গাপূজায় সিরাজগঞ্জে ৫৪৩ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছরের চেয়ে এবার পূজা মন্ডপ বেশি রয়েছে। এ পূজায় পূজা মন্ডপে কোন ঝূর্কি নেই। তবে আইন প্রয়োগকারী সংস্থা সবধরণের ব্যবস্থা নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব শেষ হবে। কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. বিমল কুমার দাস বলেন, জেলার প্রতিটি মন্দিরে এবার সরকারিভাবে ৫’শ কেজি চাল বরাদ্ধ দেয়ায় এই উৎসব আরো জমে উঠবে।

এ বিষয়ে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজায় প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ভ্রাম্যমান পুলিশ টিমও অবস্থান করবে এবং অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে বাড়তি নিরাপত্তা দেয়া হবে। তবে এবার সিরাজগঞ্জে কোন ঝুকিপূর্ণ পূজা মন্ডপ নেই বলে তিনি উল্লেখ করেন।