ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ফিলিস্তিনে নিহতদের স্মরণে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

ফিলিস্তিনে নিহতদের স্মরণে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিক নিহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। যদিও এদিন বাংলাদেশে সাপ্তাহিক ছুটি।

শনিবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসসহ সব প্রতিষ্ঠানের ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে গত শুক্রবার বাদ জুমা নিহতদের রূহের শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শনিবার দূতাবাসের পতাকা অর্ধনমিত করার নির্দেশ দিয়েছেন। একই সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, নিহত প্রতিটি নিরপরাধ মানুষের জন্য যুক্তরাষ্ট্র শোক প্রকাশ করছে।

ইসরায়েলি,হামলা,রাষ্ট্রীয় শোক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত