জাতীয় নির্বাচন ঘিরে ইসির সমন্বয়হীনতা নেই : ইসি হাবিব

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১৩:৫৭ | অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে বলে কমিশনের আরেক সদস্য যে মতামত দিয়েছেন সেটা তার ব্যক্তিগত মন্তব্য। সুষ্ঠু ভোট গ্রহণে কমিশনের সদস্যদের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই। অবশ্যই নির্বাচনের পরিবেশ আছে। অবশ্যই দেশে ভোটের পরিবেশ আছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের ধারণাপত্রে নির্বাচনের পরিবেশ নেই বলে যে চিঠি লেখা হয়েছে সেটা বাস্তবসম্মত ও যৌক্তিক।

মঙ্গলবার (২৪ অক্টোবর) পটুয়াখালি-১ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি আহসান হাবিব বলেন, দেশে কী সবসময় ভোটের পরিবেশ একরকম থাকে? উত্তরে নিজেই জানান, শতভাগ ভোটের পরিবেশ কখনোই থাকে না।

এর আগে, সরকারি ছুটির দিনেও পটুয়াখালি-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনের তফসিল নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, আগামী ২৬ নভেম্বর পটুয়াখালি-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় এক নভেম্বর, মনোনয়নপত্র বাছাই দুই নভেম্বর। সেই সাথে আগামী ৯ নভেম্বরে মধ্যে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)।