অবরোধ কর্মসূচি ঘিরে মাঠে নেমেছে বিজিবি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০৯ | অনলাইন সংস্করণ

বিভিন্ন রাজনৈতিক দল মঙ্গলবার ৩১ অক্টোবর থেকে তিন দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে । এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ অক্টোবর) বিজিবির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবি'র টহল রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সারাদেশে মোতায়েন থাকবে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি প্লাটুন কাজ করবে।

এই বিষয়ে বিজিবি সদরদপ্তরের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী জানান, ঢাকা মহানগরীর সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যানবাহন চলাচল স্বভাবিক রাখার লক্ষ্যে আমাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।