ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

২৭ ঘণ্টায় সারাদেশে ১৩টি গণপরিবহনে আগুন

২৭ ঘণ্টায় সারাদেশে ১৩টি গণপরিবহনে আগুন

গত ২৭ ঘণ্টায় অবরোধ ঘিরে সারাদেশে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা (২৭ ঘণ্টা) পর্যন্ত সারাদেশে ১৩টি গণপরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, গত ২৭ ঘণ্টায় ঢাকার হাজারীবাগ, তাতীবাজার, কাকলি, মিরপুর ও ধানমন্ডি এলাকায় ৫টি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা বিভাগের গাজীপুরে ৩টি, চট্টগ্রামের খাগড়াছড়িতে ১টি, রাজশাহীর শিবগঞ্জে ১টি, বরিশালের গৌরনদী ও বরগুনায় ২টি এবং নোয়াখালীতে ১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় মোট ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান ও ২টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। অবরোধ শেষ হবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়।

সারাদেশে,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত