ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীর বাড্ডায় রাইদা বাসে আগুন

রাজধানীর বাড্ডায় রাইদা বাসে আগুন

রাজধানীর বাড্ডায় শাহজাদপু‌রের বাসতলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

রাইদা পরিবহনের বাস পোস্তগোলা থেকে উত্তরা যাওয়ার পথে অবরোধকারীরা বাসে আগুন দেয়।

বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ নিরাপত্তায় ঘটনাস্থলে কাজ করছে। এতে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দুর্বৃত্তরা ১৩টি যানবাহনে আগুন দেয়। এর মধ্যে ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি) ৫টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ৩টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১টি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১টি আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।

বাড্ডা,আগুন,বাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত