ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পাম্প থেকে খোলা তেল কিনতে লাগবে ওসির ছাড়পত্র

পাম্প থেকে খোলা তেল কিনতে লাগবে ওসির ছাড়পত্র

রাজনৈতিক দলগুলোর ডাকা হরতাল-অবরোধে নাশকতা রুখতে ১০ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগর এলাকার তেলের পাম্পগুলো এখন থেকে খোলা তেল বিক্রি বন্ধ রাখবে। তবে বাড়ি, ফ্যাক্টরি বা প্রতিষ্ঠানের জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল নিতে চাইলে সংশ্লিষ্ট থানার ওসির কাছ থেকে নিরাপত্তা ছাড়পত্র লাগবে। তেল বিক্রির তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খাতায় লেখা থাকবে।

শনিবার (১১ নভেম্বর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

ডিএমপি থেকে দেওয়া ১০টি নির্দেশনার মধ্যে রয়েছে-

১. পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সবধরনের নাশকতা রোধকল্পে পুলিশি নিরাপত্তাব্যবস্থা জোরদার ও নজরদারি বৃদ্ধি করবেন।

২. সহকারী পুলিশ কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিজ নিজ অধিক্ষেত্রে অবস্থিত পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনগুলো সরেজমিনে পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা তদারকি করবেন এবং কার্যকর নিরাপত্তা নিশ্চিত করবেন।

ছাড়পত্র,ওসি,তেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত