মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১১:৩৮ | অনলাইন সংস্করণ

সরকার ঘোষিত সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে, মজুরি বাড়ানোর দাবিতে আজ আবারও রাজধানীর মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।

অবরোধে মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

মূল সড়কসহ আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেয়া গার্মেন্টস শ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসসহ আশপাশের ১০টি গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে তা তারা মানেন না।

মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, কাফরুল এলাকার একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে মিরপুর ১০ এলাকায় বিক্ষোভ করেছিল। ৯টা থেকে ১০টা পর্যন্ত সড়কে অবস্থান করে আবার চলে গেছে। তবে কোনো অপ্রীতকর ঘটনা ঘটেনি। উপস্থিত পুলিশ সদস্যরা তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে তুলে দিয়েছে। এখন সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

এ দিকে আশাপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন।