এবার ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১৬:৪৮ | অনলাইন সংস্করণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে এবার টানা ৪৮ ঘণ্টার (আগামী রোববার থেকে) সর্বাত্মক হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলো। রোববার ভোর ৬ টা থেকে মঙ্গলবার ভোর ৬ টা পর্যন্ত এই হরতাল চলবে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দলটির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। এ সময় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে হরতাল পালনের আহ্বান জানান তিনি।

এর আগে, অবরোধের সমর্থনে বিজয়নগরে বিক্ষোভ মিছিল শেষে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেন। এছাড়াও এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণতন্ত্র মঞ্চ এবং রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে ১২ দলীয় জোট হরতাল কর্মসূচি ঘোষণা করে।

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, জনগণ এই অবৈধ তফসিল প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে তফসিল ঘোষণা করতে হবে। রাজনৈতিক সমঝোতা না করলে সরকারের করুন পরিণতি হবে।

হরতাল ঘোষণা করে নুর বলেন, তফসিল প্রত্যাহার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী রোববার ও সোমবার টানা ৪৮ ঘণ্টার হরতাল পালিত হবে।

এদিকে, দুপুরে পল্টন-বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ।

সমাবেশে মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা একতরফা নির্বাচন মানি না। নির্বাচনের জন্য যে তফসিল ঘোষণা করা হয়েছে, আমরা সেটাও মানি না। 

তিনি বলেন, নির্বাচন যেমন একটি সাংবিধানিক বাধ্যবাধকতা, তেমনি সংবিধানেই বলা আছে, নির্বাচনের যদি পরিবেশ না থাকে, তাহলে নির্বাচন কমিশন তফসিল স্থগিত করতে পারে, নির্বাচন পিছিয়ে দিতে পারে। সেই কাজ আপনারা (ইসি) করেননি।

এছাড়াও সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে রোব ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) হরতাল ডেকেছে ১২ দলীয় জোট। তফসিল ঘোষণার প্রতিবাদে ১২ দলীয় জোটের নেতারা রাজধানীতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে জোট নেতারা হরতালের ঘোষণা দেন।