ট্রাকের ধাক্কায় ভেঙে গেল ১০ বিদ্যুৎ খুঁটি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১০:২৫ | অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বিদ্যুতের খুঁটিকে সজোরে ধাক্কা দিলে মহাসড়কে ১০টি বিদ্যুতের খুঁটি পড়ে যায়। এ সময় হেলপার, ট্রাক ও বাস চালকসহ ৫ জন আহত হয়েছেন। এতে অন্তত ৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর বিদ্যুৎহীন হয়ে পড়েছে আশেপাশের এলাকা। সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে দশটায় নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) শরফুদ্দিন জানান, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা দিলে ১০টি খুঁটি সড়কে পড়ে যায়।

এসময় সেখানে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম সড়কে ডাইভারশন করে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।