৫ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল স্বাভাবিক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১৮:৩৩ | অনলাইন সংস্করণ

প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনের সিগন্যাল পয়েন্টে মালবাহী তিনটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অবশেষে উদ্ধারকারী দলের তৎপরতায় বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ তথ্য নিশ্চিত করে ডিভিশনাল পশ্চিম অঞ্চলের ম্যানেজার নূর মোহাম্মদ (পাকশী) বলেন, এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যালে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি।

পাবর্তপুর থেকে ঢাকাগামী ওই মালবাহী ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছায়। এরপরই বিকট শব্দে ওই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযো সাময়িক বন্ধ হয়ে যায়।