র‍্যাবের ৪৩০ টহল টিম, ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৪২ | অনলাইন সংস্করণ

রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য মাঠে নামানো হয়েছে। দেশজুড়ে মোতায়েন করা হয়েছে ২৩০ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৪৩০টি টইল দল।

রোববার (২৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক খুদে বার্তায় জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি যেকোনো ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর সপ্তম দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। রোববার সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত। 

অবরোধের সমর্থনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াত। এর মধ্যে সকাল সাতটায় রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে একটি মিছিলের নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।