টাঙ্গাইলে মধ্যরাতে বাসে আগুন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১০:২২ | অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গভীর রাতে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাসটি অনেকাংশই পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া।

তিনি জানান, মির্জাপুর-সখীপুর রুটে চলাচলকারী বাসটি রাতে মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ছিল। বাসের ভেতর ঘুমিয়ে থাকা হেলপার আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে একটি নাশকতামূলক ঘটনা বলে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বাসটি দিয়ে গোড়াই শিল্পাঞ্চলের কম ফিট গার্মেন্টসের শ্রমিক আনা নেয়া করা হতো। সকালে গার্মেন্টসের কর্মী পরিবহনের জন্য বাসটি রাখা হয়েছিল।