বাগেরহাটে থেমে থাকা বাসে আগুন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১০:১৪ | অনলাইন সংস্করণ

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার রাত ৯টায় খুলনা-মোংলা জাতীয় মহাসড়কে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারের পাশে এ ঘটনা ঘটে।

আগুনে বাসের সব সিট পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের রামপাল স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস অনুসন্ধান করে দেখছে বলে জানিয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে রামপালের ফয়লা এলাকায় একটি বাস পার্কিং করা ছিল। বাসটি খুলনা-মোংলা রুটে চলাচল শেষে যাত্রীদের নামিয়ে পার্কিং করে। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে এলাকাবাসির সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে।