২৮ অক্টোবর থেকে আজ পর্যন্ত ২৫৬টি অগ্নিসংযোগ : ফায়ার সার্ভিস

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৯ | অনলাইন সংস্করণ

গত ২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৫৬টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। ২৫০টি যানবাহন, ১৫টি স্থাপনা ও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরসহ দুর্বৃত্তরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

আজ বুধবার (৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যেসব যানবাহনের আগুন দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে- বাস ১৫৫টি, ট্রাক ৪৩টি, কাভার্ড ভ্যান ২১টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৩টি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক তিনটি যানবাহনে আগুন লাগানোর খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাইবান্ধায় একটি ও শেরপুরে একটি করে যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি বাস ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ও ২৫ জন জনবল কাজ করে।