প্রার্থিতা ফিরে পেতে ইসিতে পাঁচ দিনে ৫৬২ আবেদন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৬ | অনলাইন সংস্করণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ করতে এবং প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনের হিড়িক পড়েছে। পাঁচদিনে এই সংক্রান্ত ৫৬২টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে।

শনিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে স্থাপিত বুথে শেষ দিনে ১৩১ জন প্রার্থী আপিল আবেদন করেন। এসব আবেদন আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

ইসির অস্থায়ী বুথের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, শেষ দিনে রংপুর অঞ্চলের ৫৪ জন, খুলনার ৬৯ জন, বরিশালের ২৪ জন, ময়মনসিংহের ৬৬ জন, ফরিদপুর অঞ্চলের ২৩ জন, চট্টগ্রামের ৪৭ জন, ঢাকার ৮৮ জন, কুমিল্লার ৩৩ জন, সিলেটের ২৩ জন ও রাজশাহী অঞ্চলের ৭৪ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আবেদন করেছেন।

এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের মনোনয়নপত্র।

আগামীকাল রোববার (১০ ডিসেম্বর) থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।